গতকাল তেল আবিবে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইসরায়েলের কিবুত্জ এলাকা থেকে আটকের পর মোটরসাইকেলে করে তাঁকে গাজায় নেওয়া হয়।
গতকাল তেল আবিবে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইসরায়েলের কিবুত্জ এলাকা থেকে আটকের পর মোটরসাইকেলে করে তাঁকে গাজায় নেওয়া হয়।
তাঁকে নিতে আসা হামাসের লোকজন বলেন, ‘আমরা পবিত্র কোরআনে বিশ্বাস করি। আমরা আপনাকে আঘাত করব না।
তিনি আরো জানান, একজন চিকিৎসক জিম্মিদের দেখে যেতেন। তাঁদের যে খাবার দেওয়া হয়েছে, হামাস সদস্যরাও তা-ই খেয়েছেন।
এদিকে হামাসের জিম্মায় থাকা লোকজনের তথ্য জানতে চেয়ে গাজায় লিফলেট বিতরণ করেছে ইসরায়েল। বিনিময়ে নিরাপত্তা ও ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে দেশটি।